ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া টোল প্লাজার১২ নম্বর জাতীয় সড়কে । কলকাতা থেকে বহরমপুরগামী দুটি গাড়ি যাচ্ছিল। একটি দশ চাকার গাড়ি একটি ডাম্পার একই দিকে যাচ্ছিল।টোল প্লাজা এর কাছে আসতেই দশ চাকার গাড়িটিও ডাম্পার এর মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন চালক। তাকে টোল প্লাজার কর্মীরা তাদের নিজস্ব এম্বুলেন্সে করে বেথুয়া ডহরি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসেন সেখানে তার চিকিৎসা চলেওই গাড়ি চালক এবং খালাসির বাড়ি বিহারের পূর্ণিয়া।