বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের প্রতিবাদে আগামী রবিবার গোপীবল্লভপুর ২ ব্লকের খাড়বান্ধিতে মিছিলের আয়োজন করেছে খাড়বান্ধি অঞ্চল তৃণমূল। সেই মিছিল সফল করার জন্য শুক্রবার সন্ধ্যায় প্রস্তুতি মিটিং খাড়বান্ধি অঞ্চল তৃণমূল কংগ্রেস। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, ব্লক তৃণমূলের সভাপতি টিংকু পাল, অঞ্চল তৃণমূলের সভাপতি বৈকুণ্ঠ শিট প্রমুখ। মিটিং থেকে আগামী রবিবারের মিছিল সফল করার বিষয়ে আলোচনা হয়।