লংতরাইভ্যালি মহকুমা: ছৈলেংটা বাজারের নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখন অসামাজিক কার্যকলাপের আখড়া দীর্ঘ প্রতীক্ষা ও অনেক চেষ্টার পর অবশেষে ছৈলেংটা বাজারের ভাঙামুড়া এলাকায় নির্মিত হয়েছে একটি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই কেন্দ্রটি এলাকার শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা এবং পুষ্টি পরিষেবা দেওয়ার কথা ছিল। এলাকাবাসীর মনে আশা ছিল, এই নতুন ভবনটি শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে।