রাইমাভ্যালী বিধানসভায় 'মন কি বাত'-এর পর বিজেপিতে যোগ দিলেন তিপ্রা মথার ৫৮ জন ভোটার ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটে ফের এক তাৎপর্যপূর্ণ যোগদান পর্ব দেখা গেল। আজ সকালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এর ১২৫তম পর্ব শেষ হওয়ার পর পরই রাইমাভ্যালী বিধানসভার বোয়ালখালি এলাকায় এক বিশেষ যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় তিপ্রা মথা পার্টির ২২টি পরিবারের মোট ৫৮ জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেন।