হুড়ার কলাবনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলা ভাষা বাঁচাও আন্দোলনের ডাক।বুধবার বিকাল সাড়ে পাঁচটার সময় কলাবনী গ্রামে দেশড়া এলাকায় মিছিল করে দেশড়া মোড়ে বাংলা ভাষা অপমানের বিরুদ্ধে হয় প্রতিবাদ সভা।উপস্থিত ছিলেন হুড়া ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাত, জেলা যুব সভাপতি গৌরব সিং,যুব ব্লক সভাপতি চন্দন দত্ত,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালি মাহাত,অঞ্চল সভাপতি অসীম গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব। হুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ মাহাত বলেন বিজেপি পরিচালিত রাজ্য গু