Swarupnagar, North Twenty Four Parganas | Sep 1, 2025
ঘটনাটি ঘটেছে উঃ 24 পরগনা জেলার সীমান্তবর্তী এলাকা সরুপনগর ব্লকের সারাফুল এলাকার ঘটনা। আজ সোমবার বিকাল পাঁচটা নাগাদ তেতুলিয়া এর দিকে যাচ্ছিলেন এই বাইকটি তখন অপর দিক থেকে আসা একটি ম্যাটাডোর গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনায় আহত হয়ে পড়েন বছর ২৩ এর শফিকুল মোল্লা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় পরে সারাফুল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এক ঘন্টা অবজারভেশনে রাখার পর তাকে ছেড়ে দেওয়া হয়।