ঘটনাটি নাকাশিপাড়ার দুর্গাপুরের ঘটনা। এক গৃহবধূ পাটকাঠির গাদা থেকে পাটকাঠি বের করবার সময় বিষাক্ত সাপের ছোবল খান । এরপর তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে , সাপটিকে সেখান থেকে ধরে বোতলে পুরে নেন। সাপটি বেথুয়াডহরী হাসপাতালে নিয়ে আসেন এবং সেইসাথে রোগীকে হাসপাতালে নিয়ে আসা চিকিৎসার জন্য।