Swarupnagar, North Twenty Four Parganas | Sep 28, 2025
গতকাল অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে আসার সময় এক মহিলাকে তারালি সীমান্তের বিএসএফের জওয়ানরা আটক করে জিজ্ঞাসাবাদে জানতে পারে তার বাড়ি নিউটাউন এলাকার সবুজ পল্লীতে তার নাম পূজা সাহা। সাথে সাথে ওই মহিলাকে নিয়ে যাওয়ার জন্য নিউটাউনের আর এক বাসিন্দা, জয় হালদার সীমান্ত এলাকায় এসে ঘোরাঘুরি করছিল বিএস এফ তাকেও আটক করে তুলে দেয় স্বরূপনগর থানার পুলিশের হাতে |পুলিশ তাদেরকে গ্রেফতার করে আজ রবিবার দুপুর একটা নাগাদ পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করার জন্য বসিরহাট মহকুমা