স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির আয়োজনের পর প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান করা হল। সোমবা ভামাল গ্রামে মোট ১২৫ জনকে চশমা দেওয়া হল স্বেচ্ছাসেবী সংগঠন গোপীবল্লভপুর মানবিক সংগঠন ও সোনার তরী চ্যারিটেবিল ট্রাস্ট এর উদ্যোগে।এদিন শিবির করে প্রতি ব্যক্তির হাতে তাদের নির্দিষ্ট চশমা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সোনার তরী চ্যারিটেবিল ট্রাস্ট এর পক্ষ থেকে শ্রীকান্ত বধুক,গোপীবল্লভপুর মানবিক সংগঠন এর পক্ষ থেকে অনিমেষ সিংহ