Kultali, South Twenty Four Parganas | Aug 26, 2025
সিপিআইএম দলের সংগঠন ,সারা ভারত কৃষক সভা কুলতলী ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো কুলতলির জামতলায় । যেখানে উপস্থিত ছিলেন কুলতলির প্রাক্তন বিধায়ক রাম শংকর হালদার, কৃষক সংগঠনের অন্যতম নেতৃত্ব খালেক ঢালী, কুলতলী এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডল। মাধব হালদার, সভাপতিত্ব করেন সুকুমার সরদার, উপস্থিত ছিলেন একাধিক নেতৃত্ব দুলাল সাফুই, হান্নান শেখ সহ অন্যান্যরা।