জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কলেজ পড়ুয়া এবং সাধারণ মানুষকে পুষ্টিগুণ সম্পন্ন খাবার সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগ। কলেজের পুষ্টিবিজ্ঞান বিভাগের উদ্যোগে মঙ্গলবার সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে হল খাদ্য উৎসব। খাদ্য উৎসবে নানা রকমের পুষ্টিগুণ সম্পন্ন খাবারের ডালি সাজিয়ে বসলেন কলেজ পড়ুয়া থেকে শুরু করে কলেজের স্টাফ সবাই।