Kultali, South Twenty Four Parganas | Sep 12, 2025
মিসিং লিঙ্ক ট্রাস্ট এর ব্যবস্থাপনায় কুলতলির সমস্ত স্কুলগুলিতে শিশু ও ছাত্র সমাজে অনলাইনে সাইবার সেফটি সচেতনতায় মিসিং অ্যাওয়ারনেস এন্ড সেফটি স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত হলো আজ কুলতলীর অম্বিকানগর হরি প্রিয়া হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে, অনুষ্ঠিত হলো এই বিশেষ সচেতনতা শিবির। যার মধ্যে থেকে শিশু সুরক্ষায় মানব পাচার, শিশু বিবাহ বন্ধ করা ,এবং সাইবার সেফটি বিষয়ে অডিও-ভিডিওর মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয় সবশেষে শিশুদের সেফটি নেট তৈরি করা।