আজ সারাদিন বৃষ্টি। এই সময় আশ্রয় নিতে বিষধর গোখরো সাপ আশ্রয় নেয় বেথুয়াডহরী নীচুবাজার মন্ডল ফার্নিচারের ভেতরে। দোকানের মালিক সাপটি দেখতে পেয়ে তৎক্ষণাৎ বেথুয়াডহরী বনদপ্তরে খবর দেন। বনদপ্তর রেসকিউয়ার দীপঙ্কর চক্রবর্তীকে খবর দেন। দীপঙ্কর চক্রবর্তী সেখানে গিয়ে দক্ষতার সাথে সা বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন।