ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া সোনা ঢাকা জমিদার পাড়ার এক ব্যক্তি গণেশ সাঁতরার নামে। ২০২৩ সালে দেবগ্রাম আর ও পিতেএকটি চুরির ঘটনার অভিযোগ বিষয়ে অভিযোগ ছিল। আদালত তাকে হাজিরা নির্দেশ পাঠালে সেই ব্যক্তি হাজিরা না দিয়ে পলাতক থাকেন। সেই ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই ব্যক্তিকে নাকাশীপাড়া থানার এসআই নিখিল ঘোষ আজ তার বাড়ি থেকে গ্র গ্রেপ্তার করে নিয়ে আসে আজই তাকে কৃষ্ণনগর আদালতে পাঠানো হলো।