রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচিতে এবার এলাকাবাসীদের ভিড় উপচে পড়লো কাশীপুরে। কাশীপুর ব্লকের লোহারপাড়া, কল্লোলী ও নারায়নগড়—এই তিনটি বুথ এলাকার বাসিন্দাদের নিয়ে কাশীপুরের পঞ্চকোট রাজ হাইস্কুলে সোমবার অনুষ্ঠিত হলো "আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি। এদিন বিকাল সাড়ে তিনটার সময় এই শিবিরে এলাকাবাসীরা নিজেদের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে সরাসরি আলোচনা করেন শিবিরে থাকা এলাকার জনপ্রতিনিধি ও ব্লক প্রশাসনের আধিকারিক