আজ বিকেলে রাইমাভ্যালী বিজেপি মন্ডলের উদ্যোগে রইস্যাবাড়ি মায়াকুমার পাড়ায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ২ পরিবারের ৫ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে বরণ করে নেন বিজেপির মন্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরা এবং প্রাক্তন মন্ডল সভাপতি সুমির রঞ্জন ত্রিপুরা।