Download Now Banner

This browser does not support the video element.

গণ্ডাছড়া: ধর্মীয় পূজার অর্থ দিয়ে হাসপাতালে রোগীদের পাশে লক্ষ্মীপুরের নারীরা

Gandacherra, Dhalai | Aug 8, 2025
ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চল গন্ডাছড়া মহকুমার লক্ষ্মীপুর এডিসি ভিলেজের ৩৬ কার্ড এলাকার একদল নারী তাদের ধর্মীয় অনুষ্ঠান 'বিপদে-নাশিনী' পূজার জন্য সংগৃহীত অর্থ দিয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। পূজার আড়ম্বর কমিয়ে সেই টাকা দিয়ে তারা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অসহায় রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেছেন। শুক্রবার সকালে এই নারীরা হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের হাতে আপেল, কলা, আঙুরের মতো ফল এবং মিষ্টি তুলে দেন।
Read More News
T & CPrivacy PolicyContact Us