বাংলাদেশী নাগরিককে পাচার করার অভিযোগে এবং তাকে আশ্রয় দেয়ার অভিযোগে গতকাল রাতে বাগদা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো বাগদা থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ গতকাল রাতে বাগদা এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, ধৃতকে আজ দুপুর একটা নাগাদ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।