বুধবার দিন সিউড়িতে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করে ও পরে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল বীরভূম জেলা CITU এর পক্ষ থেকে। এদিন বীরভূম জেলার লৌহ কারিগর শ্রমিক ও বিড়ি শ্রমিকদের হয়ে CITU এর পক্ষ থেকে একাধিক দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়।