বিগত প্রায় নয় থেকে দশ বছর ধরে জেলার মানুষকে ইতিহাস নির্ভর থিম উপহার দিয়ে আসছে বহরমপুরের কুহেলি সংঘ। এ বছরও তার কোন ব্যতিক্রম হয়নি এ বছর তাদের থিম সমাজের কান্ডারী। বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ এর পক্ষ থেকে জেলার সেরা পুজোর তকমা পেয়েছে কুহেলি সংঘ। আর এবার মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চার পক্ষ থেকে জেলার সেরা তকমা দেওয়া হলো এই পুজো কমিটিকে