বাঁকুড়া:- আজ সারা বিশ্বের সাথে বাঁকুড়া জেলা জুড়েও পালিত হল ফাতেহা দোয়াজ দাহাম। আজ নবী অর্থাৎ হজরত মহম্মদের জন্মদিন। তাই এই দিনটি নবী দিবস হিসেবেও পরিচিত। এদিন সকালে জেলার বিভিন্ন এলাকায় নবী দিবসের শোভাযাত্রা বের হয়। বাঁকুড়া শহরেও সকালে নবী দিবসের শোভাযাত্রা শহর পরিক্রমা করে। এই দিনটি মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। দিনটি বাঁকুড়া জেলাতেও মহা সমারোহে পালিত হল। এদিন বাঁকুড়ার মাচানতলার মসজিদগোড়া থেকে একটি জৌলুস বের হয়। এই জৌলুসে প্রচুর ম