ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশীপাড়া ১২ নম্বর জাতীয় সড়কে ফরেস্টের কাছে । বহরমপুরের দিকে একটি টয়টো গাড়ি যাচ্ছিল । গাড়ির ভেতর চালক একাই ছিলেন। অনুমান তিনি ঘুমের ঘোরে ছিলেন। বেথুয়াডারি ফরেস্টের এর কাছে এলে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় ।বিপদজনকভাবে গাড়িটি উল্টালেও ক্ষতি হয়নি চালকের। চালক একাই ছিলেন। এরপরে ঘটনাস্থলে গাড়িটি উদ্ধারের জন্য পৌঁছে যান সেখানে নাকাশিপাড়া পুলিশ।