গণ্ডাছড়া মহকুমার ডুম্বুর নগর ব্লকের অন্তর্গত ভগীরথ পাড়ার চিত্রটি আরও হতাশাজনক। এই গ্রামটিকে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু সেখানকার রাস্তাঘাট দেখলে সেই ধারণাই ভেঙে যায়। রাস্তা এতটাই খারাপ যে গাড়ি চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াও কষ্টকর। কাদা ভরা এই সড়কে গাড়ি প্রায়ই আটকে যায়, আর তখন দড়ি দিয়ে টেনে গাড়ি সরাতে হয়। এটি স্থানীয় জনজাতিদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে।