কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে সোমবার আনুমানিক রাত ৮টা নাগাদ মেতে উঠলেন মঙ্গলকোটের কেশবপুর গ্রামের বাসিন্দারা। গ্রামে দুর্গাপুজো হলেও লক্ষ্মীপুজো হয় ধুমধাম করে। দু-দশকের পুরনো এই পুজো ঘিরে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। রকমারি আলোয় সুসজ্জিত হয়ে উঠেছে উৎসব প্রাঙ্গণ। উদ্যোক্তাদের তরফে উৎসবের দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলেই জানা গিয়েছে।