Barrackpur 2, North Twenty Four Parganas | Aug 1, 2025
২০০ বছরেরও প্রাচীন ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে আয়োজিত শ্রাবণী মহৎসব উপলক্ষে আয়োজিত কাবার যাত্রা উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগর পাল মধ্য ইন্দ্রবাদন ঝায়ের নেতৃত্বে অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মাদ বদ্দুজ্জামান, ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক স্বপন কুমার ছাবরি, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের আধিকারিক প্রবীর পাল ও মন্দির কর্তৃপক্ষের সদস্যদের নিয়ে পরিদর্শন করলেন মন্দির এবং সংলগ্ন অঞ্চল।