তিলপাড়া ব্যারেজের বেহাল অবস্থা। সেই কারণেই তিলপাড়া ব্যারেজের পরিবর্তে হাড়ি যানবাহন হার্ডজন বাজার থেকে সাঁইথিয়া বাইপাস হয়ে যাতায়াত করছে। আর তাতেই শুরু হয়েছে বিপত্তি। বুধবার দিন সিউড়ির হাটজন বাজার থেকে সাঁইথিয়া বাইপাস অব্দি কয়েক ঘন্টা যানজটের সৃষ্টি হয়। আর সেখানে আটকে পড়ে কয়েকশ ডাম্পার থেকে লরি।