চিত্তরঞ্জন ৬এর পল্লীর দুর্গাপূজার থিম একটি গাছ একটি প্রাণ বাংলা ঝারখন্ড সীমানা আসানসোলের চিত্তরঞ্জনে দুর্গা পুজোর থিম 'একটি গাছ একটি প্রাণ' রেল শহর চিত্তরঞ্জনের ৬ এর পল্লির পুজোর এবারে বিশেষ আকর্ষণ। যেভাবে পৃথিবীর কোলে উষ্ণয়ান বাড়ছে সেই কথা মাথায় রেখে এই থিমের আয়োজন। প্রায় ৬ মাস ধরে গাছ ফলানোর প্রস্তুতি করা হয়। 21 প্রজাতির গাছ দিয়ে বানানো হইছে এই মন্ডপ শুধু মন্ডপ নয় মা দুর্গার প্রতিমাতেও ব্যবহার করা হয়েছে নানান বাহারি গাছ দিয়ে প্রায় ৮ হাজার পিস গ