আদ্রা ডিভিশনে ফের ট্রেন বাতিলের ঘোষণা! রেল লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের কারণে ৫ দিনের জন্য বাতিল ২টি ট্রেন এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৩টি ট্রেনের। নিয়ন্ত্রণ করা হবে আরও ২টি ট্রেন। বাতিল হওয়া ট্রেনগুলি হল- আসানসোল - আদ্রা মেমু ও আদ্রা - ভাগা মেমু প্যাসেঞ্জার। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, টাটানগর-আসানসোল, বর্ধমান - হাটিয়া ও ঝাড়গ্রাম - ধানবাদ মেমু'র। যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে নয়াদিল্লী - পুরী এক্সপ্রেস ও টাটানগর - হাটিয়া এক্সপ্রেসের। বুধবার থে