This browser does not support the video element.
শিলচর: কাছাড় জেলায় উন্নয়নমূলক কাজকর্মের পর্য্যালোচনা বৈঠক করে শিলচরে সন্তোষ ব্যক্ত করেন অসমের রাজ্যপাল
Silchar, Cachar | Aug 23, 2025
শিলচর সফরে এসে সন্তোষ ব্যক্ত করেন অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। শনিবার বিকাল ৫ টা নাগাদ শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি,কাছাড় জেলায় সরকারের বিভিন্ন গণমূখী প্রকল্প বাস্থবায়িত হচ্ছে।শিলচরে জেলা আয়ুক্তের কার্য্যালয়ে পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য ।বৈঠক উপস্থিত ছিলেন কাছাড়ের ডিসি।