পাড়ায় সমাধানে মানুষের কথা শুনলেন বিডিও।শুক্রবার হুড়া থানার লক্ষনপুর বুথে হয় আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠান।এইদিন বিকাল সাড়ে তিনটার সময় হুড়ার বিডিও আরিকুল ইসলাম অনুষ্ঠানে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকে বুথের সমস্যার কথা শুনেন এবং সমাধান করার আশ্বাস দেন।রাস্তা খারাপ,পানীয় জলের সমস্যা সহ এক গুচ্ছ সমস্যা নিয়ে গ্রামবাসীরা বিডিও আরিকুল ইসলাম ও হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালি মাহাতর কাছে তুলে ধরেন।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।