ঘটনাটি নাকাশীপাড়া মাঝেরগ্রাম কুলেপোতায়। অতিরিক্ত বৃষ্টির জল এবং ভাগীরথী ছাড়া জলে নীচু এলাকায় বন্যা পরিস্থিতি দেখা যায়। আর এই বন্যা পরিস্থিতির দেখতে গিয়েছিল মঙ্গলবার কাঁঠাল বেরিয়ায় পাচ নাবালক । সেখানে তারা জলের তীব্র স্রোতে তারা রিলস করতে নামে জলে। আচমকা জলে তলিয়ে যায় দুজন। তার মধ্যে একজনকে উদ্ধার করা হয়।