রেল লাইনের ধার থেকে উদ্ধার আইনজীবীর দেহ!রেল লাইনের ধার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার শিলিগুড়ির এক আইনজীবীর মৃতদেহ,ঘটনাটি ঘটেছে রাঙ্গাপানি রেল স্টেশন সংলগ্ন ভতন জোত এলাকায়। তবে এটি নিছকই দুর্ঘটনা নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত আইনজীবীর নাম অরুণ মিশ্রা, বয়স ৫৫ বছর। তিনি শিলিগুড়ির মিলনপল্লী এলাকার বাসিন্দা ছিলেন।