রবিবার সুলকাপাড়া গ্রামপঞ্চায়েত এলাকার গুরুং্খাস বস্তিতে গাঠিয়া নদীর জল ঢুকে গিয়ে একটি আইসিডিএস সেন্টার সহ মোট ৩৫টি ডুবে গিয়েছে। এঘটনায় বিপাকে পড়ে গেল ঐ এলাকার বাসিন্দারা। এদিন বিকেল চারটা পর্যন্ত একই পরিস্থিতি ছিল বলে জানা গিয়েছে । এখনো পর্যন্ত প্রশাসন সেখানে পৌছাতে পারেনি বলে জানিয়েছেন এলাকারই এক বাসিন্দা দিপক ছেত্রি। সেখানে বাড়িঘর গাড়ি সমস্ত কিছু ডুবে গিয়েছে বলে জানা গিয়েছে।