আজ দুপুরে ধলাই জেলায় 'আমরা বাঙালী' কমিটির উদ্যোগে এক জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল, দুলাল ঘোষ, অশোক কুমার দাস, বিপ্লব দাস, বিদিত দেবনাথ, প্রেমতোষ দেব সহ জেলার বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। সম্মেলনের পর বিকেলে আমবাসা বাজারে একটি বাজার সভার আয়োজন করা হয়।