হাতির হানাই এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি উদাসীন বোনোদপ্তর তাই পথ অবরোধ করলেন ক্ষতিগ্রস্ত। হাতির হানায় বিঘা বিঘা জমি ক্ষতি হয়েছে। বনও দপ্তর কে জানিয়ে কোনরকম সুরাহা হয়নি। এমনকি ক্ষতিপূরণ পায়নি তারা। সেই ক্ষোভে বেলিয়াতোর রেঞ্জের বর কুরা গ্রামে পথ অবরোধ করলেন।পড়ে বেলিয়া তোর থানার পুলিশ ও বন দপ্তর কর্মী রা তাদের অবরোধ তুলতে গেলে তাদের কে ঘিরে বিক্ষোভ দেখান।