মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম পূর্ব বাজার সর্বজনীন দূর্গা মন্দিরের , এবার তাদের ৭৭ তম দুর্গাপুজো। পেয়েছে সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার টাকা। পুজো ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি। তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা ,পাশাপাশি চলছে প্যান্ডেল তৈরির কাজ। এদিন ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল নাগাদ সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।