Barrackpur 2, North Twenty Four Parganas | Aug 23, 2025
পানিহাটি পৌরসভা ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ সুভাষ নগর এলাকায় মাসের পর মাস বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জলমগ্ন হয়ে রয়েছে এলাকা এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি জল ঢুকেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে। ছাত্রছাত্রীদের সেই জলের মধ্যে বসেই পঠনপাঠন করতে হচ্ছে। পাশাপাশি এলাকা জলমগ্ন হওয়ায় তার ওপর দিয়েই প্রতিদিনের যাতায়াত ও কাজকর্ম করতে হচ্ছে এলাকাবাসীদের ,জলমগ্ন এলাকাতে পোস্টে নেই আলোর ব্যবস্থা।এলাকাবাসীর এই দুর্দশার খবর নিতে এলাকায় আসে না স্থানীয