গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়ায় ফের ভাঙ্গনের কবলে গোপীবল্লভপুর ২ ব্লকের মালিঞ্চা গ্রামের নদী তীরবর্তী এলাকা। নদীর জল বাড়তেই শনিবার সকাল থেকে ক্রমশ ভাঙ্গছে নদীর পাড়। ভাঙ্গনের ফলে একটি দোতলা পাকা বাড়ি একপ্রকার নদীর পাড়ে ঝুলছে। গালুডি ব্যারেজের ছাড়া জলে নতুন করে বিপদের আশঙ্কায় এলাকাবাসী।