Swarupnagar, North Twenty Four Parganas | Sep 24, 2025
প্রতিযোগিতার সূচনা করেন স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদারসহ অন্যরা | পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্বরূপনগর কাটিয়াহাট জোনের হ্যান্ডবল কবাডি টুর্নামেন্ট শুরু হল সরুপনগর থানার ফুটবল মাঠে | বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ এই খেলা শুভ সূচনা করেন স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদার |উপস্থিত ছিলেন মালঙ্গপাড়া কেসিবি ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক প্রণব চক্রবর্তী, থানার কর্তব্যরত এস আই সন্দীপ হালদার,আমডাঙ্গা জোনের সম্পাদক তাপস কুম