আগামী ৬ ই আগস্ট থেকে ঝাড়গ্রাম জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।৬ ই আগস্ট ঝাড়গ্রামে রয়েছে মুখ্যমন্ত্রীর নানা কর্মসূচি।সেই কর্মসূচি সফল করতে শুক্রবার পেটবিন্ধি অঞ্চল তৃণমূলের বর্ধিত সভা হল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধিতে। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ২ ব্লকের পেটবিন্ধি অঞ্চল তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত প্রধান শঙ্কর প্রসাদ দে,সহ সভাপতি অমৃত ঘোষ সহ একঝাঁক নেতৃত্ব।