Bhangar 1, South Twenty Four Parganas | Aug 29, 2025
রোদ বৃষ্টি ঝলমলে দিনে শুক্রবার বেলা ১২ টা থেকে বিকাল ৩টে পর্যন্ত তাড়দহ আন্দুলগড়ি এলাকায় গ্রামবাসীদের নিয়ে কয়েক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি করলেন ভাঙ্গড় তাড়দহ দু নম্বর পাটের তৃণমূলের সাংগঠনিক প্রধান এবং অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী গৌতম মন্ডল।