Kultali, South Twenty Four Parganas | May 26, 2025
কুলতলীর জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের দিঘীরপাড় গ্রামে ভক্তদের ব্যবস্থাপনায় ও গ্রামবাসীদের সহযোগিতা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাবা গুরুদেবের মহা প্রয়াণ বার্ষিকী পালিত হলো আজ। যেখানে জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন এসেছে এই গুরুদেব বাবাকে স্মরণ করতে। এ বিষয় নিয়ে ভক্তরা কি জানাচ্ছেন তা শুনুন তাদের মুখ থেকে।