Download Now Banner

This browser does not support the video element.

বনগাঁ: বনগাঁ থেকে চালু হলো এসি লোকাল ট্রেন , খুশি যাত্রীরা ।

Bongaon, North Twenty Four Parganas | Sep 5, 2025
বনগাঁ থেকে চালু হলো এসি লোকাল ট্রেন , খুশি যাত্রীরা । পূর্ব রেল যাত্রী স্বাচ্ছন্দের কথা ভেবে বনগাঁ থেকে এসি লোকাল ট্রেন চালানো শুরু করল । শুক্রবার রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় এসি লোকাল ট্রেন । সকাল থেকেই বনগাঁ স্টেশনে টিকিট কাটবার জন্য লম্বা লাইন পড়েছিল টিকিট কাউন্টারে । সকাল ৭:৪২ এ বনগাঁ এসে পৌঁছায় এসি লোকাল ট্রেন । বনগাঁ থেকে এসি লোকাল ট্রেনে উঠে যাত্রীরা জানিয়েছে বনগাঁ থেকে যে এসি লোকাল ট্রেন চলবে এটা তারা ভাবতেও পারেনি ।
Read More News
T & CPrivacy PolicyContact Us