শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে পুনঃস্থাপন করা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রবিবার বিকাল সাড়ে তিনটা নাগাদ মূর্তির উন্মোচন করেন। সাড়ে ৯ ফুট বেদীর উপর ১০ ফুট উঁচু নেতাজি মূর্তি উন্মোচনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দুই মন্ত্রী কৌশিক রাই ও কৃষ্ণেন্দু পাল, মূর্তি পুনঃস্থাপন কমিটির আহ্বায়ক বিধায়ক দীপায়ন চক্রবর্তী, তিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কৃপানাথ মালা ও কণাদ পুরকায়স্থ।