ঘটনাটি 03.09.2025 তারিখে বেথুয়াডহরীতে পাঁচজন নিজেদের মধ্যে গালিগালাজ করে। সেই সময় এক মহিলা এই ধরনের কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেন। সেই সময়, ঐ অভিযুক্তরা তাকে লোহার যন্ত্র দিয়ে আঘাত করে রক্তক্ষরণ করে বলে অভিযোগ । ঐদিনই তাদের নামে নাকাশীপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়। এই ঘটনায় জড়িত দুজনকে বেথুয়াডহরী থেকে আজ গ্রেফতার করে নাকাশীপাড়া থানা পুলিশ । আজ তাদের আদালতে পাঠানো হল।