*জয়রামবাটির সিহড়ে সপ্তম বর্ষে গণেশ পুজো, রক্তদান শিবিরে প্রায় শতাধিক অংশগ্রহণ* সিহড় মানবাজার গণেশ পুজো কমিটি সপ্তম বর্ষে গণেশ পূজা আয়োজন করেছে। মা সারদার মামাবাড়ি এলাকায় অনুষ্ঠিত এই পূজাকে ঘিরে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির হয়, যেখানে প্রায় ১০০ জন রক্তদাতা অংশ নেন। প্রতিটি রক্তদাতাকে ছাতা উপহার দেওয়া হয়। রক্তদান ছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আয়োজন থাকছে।