Bhangar 1, South Twenty Four Parganas | Sep 10, 2025
"আমাদের পাড়া, আমাদের সমাধান", উন্নয়নের জন্য প্রতি বুথে 10 লাখ করে বরাদ্দ হবে মুখ্যমন্ত্রীর ঘোষণা,আর সেই মত প্রতিটি বুথে ক্যাম্প এর আয়োজন।আজ অর্থাৎ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত ভাঙ্গড় ১নং ব্লকের বোদরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁজদিয়া স্কুলে "আমাদের পাড়া আমাদের সমাধান" ক্যাম্প অনুষ্ঠিত হলো, উপস্থিত ছিলেন বোদরা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরী সহ ব্লকের এবং পঞ্চায়েতের সমস্ত আধিকারিকগণ।