শনিবার সকাল ৬:৩০ এ মর্নিং ওয়ার্ক করার সময় শিরিষ গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মৃত্যু হল এক ব্যক্তির বর্ধমান থানার অন্তর্গত পাল্লা শ্রীরামপুর এর ঘটনা। মৃতের নাম শ্রীকান্ত সিং(৪০) মৃতের ভাই সম্রাট সিং জানান আজ সকালে তারা মর্নিং ওয়ার্ক এ বেড়েছিল তখনই পাল্লা শ্রীরামপুর সেচ খালের ব্রিজের নিচে শুকিয়ে পড়ে থাকা শিরিষ গাছের ডাল ভেঙ্গে তার মাথায় পড়ে ঘটনায় গুরুতর জখম হয় সে। তাকে উদ্ধার করে Bmch এ নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন