প্রতিবেশীর সঙ্গে মারপিটের জেরে আহত হলো এক মহিলা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানায় এলাকার ১৮ মাইলে। আহত ওই মহিলার নাম সান্তনা মন্ডল। প্রতিবেশী বুলটি মণ্ডলের সাথে মঙ্গলবার দুপুরে গন্ডগোল হয় সান্তনার। এর পরেই সান্তনার ওপরে চড়াও হয় বুলটি বলে অভিযোগ। বুল্টি সহ আরও দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ সান্তনার।