জাতীয় ক্রীড়া দিবসের অঙ্গস্বরূপ আজ বৃহস্পতিবার আমবাসা পুর পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। আমবাসা দশমীঘাট মাঠে আয়োজিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। টাগ অফ ওয়ার, দৌড়, যোগা, মার্শাল আর্ট সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, আমবাসা মহকুমা শাসক তথা আমবাসা পুর পরিষদের সিইও দিজ্ব গোয়েল , কাউন্সিলর সুমন দেবনাথ,